মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-ইমদাদুল ইসলাম
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনে মনোনয়নপত্র জমা দিলেন এডভোকেট মাহবুব আলী। গতকাল বুধবার দুপুর ১২ মাধবপুর উপজেলা সহকারী রিটারনিং অফিসার জনাব মনজুর আহসান জিসানের কাছে মনোয়নপত্র জমা দেন। এডভোকেট মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র জমা দান শেষে তিনি দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় সাথে ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামিলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, সাবেক উপজেলা চেয়ারম্যান। উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহম আলী, হবিগঞ্জ জজ কোর্ট এর সাবেক পিপি জনাব এডভোকেট ফজলে আলী। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।