রফিকুল ইসলাম
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
সারা দেশের ন্যায় মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে নেত্রকোনার দুর্গাপুরে নেত্রকোনা ১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন আ‘লীগের দলীয় সমর্থন প্রাপ্ত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোশতাক আহমেদ রুহী। বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স এর কাছে এ মনোনয়ন জমা দেয়া হয়।
অপরদিকে স্বতন্ত্রপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার এর পক্ষে মনোনয়নপত্র জমা দেন আবু রায়হান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল, উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, মোশতাক আহমেদ রুহী‘র বড় ভাই মুশফিক আহমেদ শাহী প্রমুখ।
এছাড়া গোলাম রব্বানী (জাতীয় পার্টি), কলমাকান্দার রংছাতি ইউনিয়নের সহ:সভাপতি আফতাব উদ্দিন (স্বতন্ত্র), জাকের পার্টি থেকে মো. সমির উদ্দিন (স্বতন্ত্র), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের কেন্দ্রীয় কমিটির নেতা আহম্মদ শফি (স্বতন্ত্র), প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।