ঢাকাFriday , 1 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত- ১ আহত ৭

দেশ চ্যানেল
December 1, 2023 4:45 pm
Link Copied!

মোঃ নাইম ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে দীপঙ্কর সমদ্দার (৫৫) নামে একজন যাত্রী নিহত হয়েছে। এসময় মহেন্দ্র থাকা বাকি ৭জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

 

নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বরিশালের চড়ামুদ্দী ইউনিয়ন থেকে মাহেন্দ্রাটি পিরোজপুরের কাউখালী উপজেলায় পূজার কীর্তনে যাওয়ার সময় মাহেন্দ্র অতিরিক্ত গতির কারণে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাহেন্দ্রে থাকা ১ জন যাত্রী নিহত এবং বাকি ৭জন যাত্রীরা আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, দূর্ঘটনার খবর পেয়ে এসআই আল আমিনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। মাহেন্দ্রাটি পুলিশ হেফাজতে আছে। নিহত দিপঙ্কর সমদ্দারের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়ধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST