মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ সাম্মী আহম্মেদের দ্বৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়ন বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
এদিকে তার মনোনয়ন বাতিলের খবরে বরিশাল -৪ আসন (হিজলা- মেহেন্দিগঞ্জ) বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী পক্কজ দেবনাথের কর্মীরা নৌকা মার্কার কর্মীদের বাড়িতে হামলা ও হুমকি দমকি, এলাকা ছাড়তে বলা হয়েছে এমন অভিযোগ উঠেছে। এলাকায় আতর্ক বিরাজ করছে। নৌকা প্রতীক প্রার্থী সাম্মী আহম্মেদ কর্মীদেরও চাঙ্গা দেখা যাচ্ছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন খাঁন হিমু বলেন, দ্বৈত নাগরিকত্ব গ্রহন করা অপরাধ নয়, এটা বাংলাদেশের আইনে বৈধতা দেওয়া আছে। যারা দ্বৈত নাগরিক ছিলেন বাংলাদেশ ও ব্রিটিশ সিটিজেন থেকেও আইনি নিয়ন প্রক্রিয়া মেনে বাংলাদেশে এমপি হয়েছেন, মেয়র হয়েছেন, নির্বাচন করেছেন। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।
অপরদিকে বিশ্লেষকদের ধারনা এমন পরিস্থিতিতে বরিশাল -৪ আসনে আওয়ামী লীগ কর্মী সমর্থকরা সংঘর্ষের দিকে ধাবিত হবেন বলে তাদের ধারনা।
এদিকে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।