উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় দু’টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার লোহাগড়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে লোহাগড়া বাজারের ঢাকা বিরিয়ানি হাউজকে অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে ১০ হাজার টাকা ও লোহাগড়া বীজ ভান্ডারকে অতিরিক্ত মূল্যে বীজ বিক্রির দায়ে ২০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযানে আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, লোহাগড়া বাজারের ঢাকা হাজী বিরিয়ানী হাউজকে ১০ হাজার এবং লোহাগড়া বীজ ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।