মোঃ শাহজাহান কবির প্রধান,
পঞ্চগড় বোদা প্রতিনিধি।
পঞ্চগড় বোদা পৌরসভার সিপাহীপাড়া গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন আলহাজ্ব মোহাম্মদ আজহার আলী। এবার বোদা পৌরসভায় বিপুল ভোটের ব্যবধানে তিনি মেয়র নির্বাচিত হন, তিনি একজন সৎ পরিচ্ছন্ন এবং সফল ব্যবসায়ী।অন্যান্য ব্যবসার পাশাপাশি তিনি এবার গরুর ফার্ম করেন, গুরু ফার্মে ছোট বড় সহ প্রায় ৪০টি গরু আছে, এখানে বিভিন্ন প্রজাতির গরু আছে, ফ্রিজিয়ান, শাহীওয়াল, জার্সি, সহ আরো অনেক জাতের গরু আছে। ফার্মে প্রতিদিন প্রায় ১৫০ লিটার দুধ উৎপাদ হয়।এখানে গরু দেখাশোনার জন্য দুজন শ্রমিক কাজ করে। মেয়র মহোদয় এক সাক্ষাৎকার বলেন, গরুর খামার অনেক লাভজনক ব্যবসা, তিনি বলেন জীবনের সফলতা আনতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, বেকারত্ব দূরীকরণে গরুর ফার্ম একটি লাভজনক ব্যবসা।