মোঃ আব্দুল আজিজ নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে ‘রোকেয়া দিবস’ পালন করা হয়। এ উপলক্ষে ৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা মেইন গেটে মানববন্ধন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন মনা, ত্রিশূলেরর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ কমিটির সদস্য তৃষ্ণা মজুমদার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিমল চন্দ্র, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন , বীর মুক্তিযোদ্ধা সুভাষচন্দ্র সরকার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও সুরক্ষা ও কর্মসূচি আফরোজ আইরিন, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ।