তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার পরিষদ চত্বরে মানব বন্ধন শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথির বক্তব্যদেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিষ মোমতাজ, জেলা দূর্ণীতি দমন কমিশনের উপসহকারি পরিচালক শামীম আহম্মেদ,মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তি নুরুল ইসলাম মানিক। বক্তব্যদেন
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ সৌমেন মন্ডল,বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার প্রমূখ।