মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুর
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা,জয়িতাদের সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা,জয়িতাদের সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান সাগর, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক,মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিকবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ৫ ক্যাঠাগরীতে ৫ জয়িতাকে সনদ ও সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দরা। তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আদারভিটা ইউনিয়নের গজারিয়া এলাকার নার্গিস আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অবদান রাখা নারী কড়ইচড়া ইউনিয়নের ভাংবাড়ী এলাকার আছমা আক্তার, সফল জননী হিসেবে সাফল্য অর্জনকারী নারী গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার সমসাদ আরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মনিরা আক্তার, সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর এলাকার শাহিনা আক্তার।