মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ আদালত পাড়া হতে মহিলা দলের ৪ নেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।রবিবার দুপুরে আদালত পাড়া হতে বের হওয়ার সময় তাদের আটক করেন।আটককৃতদের মধ্যে একজন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার,অপরজন মহিলা দল নেত্রী কাজল। এছাড়া অন্য ২ জনের নাম না জানা যায়নি।তবে তারা মহিলা দলের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা যায়।এর পূর্বে-মানবাধিকার দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন করে জেলা ও মহানগর বিএনপি।তাতে অংশ নেয় বিএনপি’র নিখোঁজ বিভিন্ন নেতাদের পরিবারের সদস্যসহ মহিলা দল,ছাত্রদলের বেশ কয়েকজন নেতৃবৃন্দ।পরবর্তীতে তাদের মানববন্ধন ছত্র ভঙ্গ করে দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা।মানববন্ধনে এই ৪জন মহিলা নেত্রী ছিলেন।আটকের পর সাংবাদিকরা এগিয়ে গেলে ডিবি পুলিশ সদস্যরা কোন কথা বলতে রাজি হয়নি।নারায়ণগঞ্জ আদালত পাড়া সকাল থেকে থমথমে পরিবেশ বিরাজ করছিলো।পুলিশ ও ডিবি সদস্যদের উপস্থিতিতে করা নিরাপত্তাতে ছিলো নারায়ণগঞ্জ আদালত পাড়া।প্রবেশ গেটে আদালতে আগতদের তল্লাশি চালিয়ে আদালতে প্রবেশ করতে দেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।