ঢাকাMonday , 11 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ-৬ আসনে প্রার্থীতা ফিরে পেলেন সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামী হালিমুল হক মিরু

দেশ চ্যানেল
December 11, 2023 12:53 am
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন দৈনিক সমকালের সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামী সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরু।
রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে শুনানি শেষে তার আপিল আবেদনটি মঞ্জুর করায় প্রার্থিতা ফিরে পান। স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৪ ডিসেম্বর) বাছাইয়ের দিনে ১% ভোটারের স্বাক্ষর যাচাইয়ে একজন ভোটার অস্বীকার করায় হালিমুল হক মিরুর প্রার্থিতা বাতিল করেন সিরাজগঞ্জের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে হালিমুল হক মিরু নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছিলেন।
২০০৭ সালের ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব পালনের সময় মেয়র মিরুর ছোড়া গুলিতে আহত হন সাংবাদিক শিমুল। আহত অবস্থান তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরের দিন ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। মিরু ওই সময় শাহাজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। শিমুল হত্যা মামলায় গ্রেপ্তারের পরপরই কেন্দ্র থেকে মিরুকে সাময়িক বহিষ্কার করা হয়। মেয়র পদ থেকেও তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST