মোঃ আব্দুল আজিজ নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁ নিয়ামতপুরে তরিকুল ইসলাম তারেক (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৮৪ বোতল ফেনসিডিলসহ আটক করেছে জয়পুরহাট র্যাব ৫ । রোববার (১১ ডিসেম্বর) রাত ৩ টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, মান্দা উপজেলার বেজোরা গ্রামের একরামুল হকের ছেলে তারিকুল ইসলাম তারেক রোববার রাত ৩ টার দিকে ৮৪ বোতল ফেনসিডিল নিয়ে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় জয়পুরহাট র্যাব- ৫ রাজশাহীর ডিএডি সঙ্গীও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।
নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম জানান, জয়পুরহাট র্যাব- ৫ বিশেষ অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেনসিডিল সহ তারিকল ইসলাম তারেককে আটক করে নিয়ামতপুর থানায় নিয়ে আসে। এ ঘটনায় তাকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।