রাজু আহমাদ, শালিখা (মাগুরা) প্রতিনিধি:
হত্যা মামলার প্রধান আসামী এবং মহম্মদপুর ও শালিখা থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ (দুই) জন সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভুক্ত ২৪ জন আসামী গ্রেফতার।
মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার(শালিখা সার্কেল) মাগুরা নেতৃত্বে একাধিক টিম গত১০ ডিসেম্বর রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাগুরা জেলার মহম্মদপুর থানার হত্যা মামলার প্রধান আসামী ১। শিমুল সাহা ওরফে গোপাল সাহা (৩২), পিতা-শক্তি নাথ সাহা , সাং-রাজপাট, থানা- মহম্মদপুর, জেলা -মাগুরাকে গ্রেফতার করা হয়।
সাজা ওয়ারেন্টভুক্ত দুই বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার সাজাপ্রাপ্ত আসামী ১। রুবেল হোসেন, পিতা-আলতাফ হোসেন, সাং-ছান্দড়া এবং সাজাপ্রাপ্ত এক বছরের বিনাশ্রম কারাদন্ড ২। মোঃ খায়রুল ইসলাম, পিতা-মৃত আলাউদ্দিন মোল্যা, সাং-হরিশপুর (হুগলাডাঙ্গা পাড়া) সর্ব থানা-শালিখা জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও মহম্মদপুর ও শালিখা থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ২১ জন আসামী মোট ২৪ জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক ১১ডিসেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।