ঢাকাThursday , 14 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়া শেরপুরে পুলিশি অভিযানে মাদক কারবারীসহ আটক ১৬

    দেশ চ্যানেল
    December 14, 2023 1:48 pm
    Link Copied!

    আব্দুল গাফফার
    শেরপুর বগুড়া প্রতিনিধি

    বগুড়ার শেরপুর থানায় যোগদান করেই মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযানে নেমেছেন থানার নবাগত ওসি রেজাউল করিম রেজা। প্রথমদিনের অভিযানেই মরণনেশা হেরোইন, গাঁজাসহ ষোলজনকে গ্রেপ্তার করেছেন তিনি। বুধবার (১৩ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।পুলিশি অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামের মাদক ব্যবসায়ী মো. হাবিল উদ্দিন (৩৫), একই গ্রামের মো. ফেরদৌস হোসেন (৪৫), সীমবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে ওসমান সেখ (৬০), মির্জাপুর ইউনিয়নের দরিমুকন্দ গ্রামের আজাহার মন্ডলের ছেলে উজ্জল মন্ডল (৪৫), আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে মো. মিজানুর রহমান (২৮), মো. সিরাজ উদ্দিন (৫০), আমিরুল ইসলাম (৩১), মোছা. শিল্পী বেগম (২৮), জয়নব বেগম (৩২), শহিদুল ইসলাম (৩৮), মাসুদ রানা (৩৫), বাবু সেখ (৪৫), শরীফ হোসেন (৩০), শাহ আলম (৪০), আদব আলী (৫০) ও শহীদ হোসেন (৩৫)। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এই তথ্য নিশ্চিত করে জানান, এই অভিযানে প্রায় এক কেজি গাঁজা ও তিন গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তাদেরকে বৃহস্পতিবার ১৪ডিসেম্বর বিকেলে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক কারবারিদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
    এদিকে মাদকের বিরুদ্ধে এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন এই উপজেলার নানাশ্রেণীপেশার মানুষ। সম্প্রতি বিএনপির নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধের ডামাডোলের কারণে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা অনেকটা ব্যস্ত থাকার সুযোগে কতিপয় মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা সক্রিয় হয়ে উঠে। মরণনেশা হেরোইন, ইয়াবাহ, ফেন্সিডিল-গাঁজাসহ রকমারি মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। তবে বিগত দুইদিন আগে শেরপুর থানায় যোগদানের পর বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় নবাগত ওসি রেজাউল করিম রেজা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST