নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে সারা দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শনিবার (১৬ডিসেম্বর) সকাল ৬টা ৪৪ মিনিটে হরিপুর উপজেলা স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, হরিপুর থানা, হরিপুর উপজেলা আওয়ামীলীগ , উপজেলা আনসার ভিডিপি, হরিপুর অফিসার্স ক্লাব, উপজেলা ছাত্রলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা শ্রমিক লীগ, উপজেলা প্রেসক্লাব, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সংগঠন।
সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, হরিপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ। বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা। উপজেলা শেখ রাসেল মিনি স্টিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বাংলাদেশ স্কাউট এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
এরপর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা ও বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এরপর ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া বাদ জোহর জাতির শান্তি, অগ্রগতি ও মঙ্গল কামনা করে উপজেলার সব মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামতো সময়ে মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং দুপুরে উপজেলার সব এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।