ঢাকাSaturday , 16 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ভেড়ামারায় মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রী চিকিৎসা খাদ্য বিতরণ ও আলোচনা সভা

    দেশ চ্যানেল
    December 16, 2023 1:13 pm
    Link Copied!

    ভেড়ামারা প্রতিনিধি –

    ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব, আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পল্লী অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মহান বিজয় দিবস উপলক্ষে আজ দিনব্যাপী পল্লী অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে (ঔষধসহ) চিকিৎসা সেবা, গরীব দঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

    মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর আজ সকাল ১০ টা হতে ভেড়ামারা থানার সামনে (ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব এর সামনে) বিনামূল্যে ঔষধসহ অসংখ্য রুগী দেখা হয়েছে।

    রুগী দেখছেন – বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক

    ১. ডাঃ কামরুল ইসলাম মনা, অধ্যক্ষ আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
    ২. ডাঃ আব্দুর রহিম বিশ্বাস, প্রভাষক আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
    ৩. ডাঃ ইসরাফিল হোসেন, প্রভাষক আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
    ৫. ডাঃ খন্দকার সাকিব আহমেদসহ হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার চিকিৎসক বৃন্দ।

    স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভায় বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং যে সকল চিকিৎসক, সাংবাদিক রুগী দেখার কাজে সহায়তা করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

    তিনি আরো বলেন, পল্লী অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ক্লাব/ সংস্থার শুরু থেকেই বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে চলেছে। চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য একটি হোমিওপ্যাথিক হাসপাতাল করার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চলছে।

    আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর প্রভাষক, হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার ভেড়ামারা শাখার সভাপতি বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আব্দুর রহিম বিশ্বাস বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজের মনের কাছেই ভালো লাগছে। আগামীতে ভেড়ামারার ৬ টা ইউনিয়ন এ ফ্রী চিকিৎসা সেবা দেয়া হবে ইনশাআল্লাহ।

    সাংগঠনিক সম্পাদক ডাঃ রুহুল আমিন ইমরোজ বলেন, আমরা সব সময় অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো। আগামীতে এর চেয়ে ও বড় পরিসরে আয়োজন করা হবে।

    সার্বিকভাবে সহায়তায় ছিলেন – ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক জাকির হোসেন মিথুন, ইয়াছির আরাফাত মিফতা, আজমাইন মোহন, তৌহিদ সরোয়ার চপল, শামীমা ইয়াসমিন , চৈতী, রনি, আকরাম, রকিবুল,শাওন, সাজ্জাদসহ সকল সাংবাদিকবৃন্দ।

    আয়োজনে- ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব, আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা, ভেড়ামারা, কুষ্টিয়া।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST