ঢাকাSunday , 17 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

নড়াইলের কালিয়ায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ১

দেশ চ্যানেল
December 17, 2023 5:58 am
Link Copied!

উজ্জ্বল রায়, নড়াইল থেকে//

নড়াইলের কালিয়ায় ১ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার।
মাদক ব্যবসায়ের সাথে জড়িত হাবিবুর রহমান মিঠু (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম। গ্রেফতারকৃত হাবিবুর রহমান মিঠু (২৪) নড়াইল কালিয়া থানাধীন চাচুড়ী ইউনিয়নের বনগ্রাম গ্রামের মনিরুল ইসলাম এর ছেলে। রবিবার (১৭ ডিসেম্বর) ভোরে নড়াইলের কালিয়া থানাধীন রঘুনাথপুর গ্রামস্থ রঘুনাথপুর বাজারে রাসেল ভূইয়া পিতা- মোঃ আনিসুর রহমান এর রোহান মোবাইল সার্ভিস দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হাবিবুর রহমান মিঠু (২৪)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে এককেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST