পঞ্চগড় প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুইটি আসনে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
পঞ্চগড়-১ আসন থেকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে নৌকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক, এনপিপির মশিউর রহমানকে আম, মুক্তিজোটের আব্দুল মজিদকে ছড়ি, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ বাদশাকে একতারা ও বিএনএফের সিরাজুল ইসলামকে টেলিভিশন প্রতীক দেওয়া হয়েছে। তবে জাতীয় পার্টির দুইজন প্রার্থী থাকায় কাউকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।
এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানাবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা মো. জহুরুল ইসলাম। দুইজনই বৈধ প্রার্থী তবে দলীয় প্রধান কারো জন্যই প্রতীক বরাদ্দের চিঠি দেননি।
অপরদিকে পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন নৌকা, তৃণমূল বিএনপির আব্দুল আজিজ সোনালী আঁশ, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন লাঙ্গল এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির আহমদ রেজা ফারুকী পেয়েছেন একতারা প্রতীক।
এদিকে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা নৌকা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ট্রাক প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানা গেছে।