লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগ বিশেষ বর্ধিত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২০ ডিসেম্বর) বিকাল ৪ টায় লোহাগড়া পৌর আওয়ামী লীগের কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মো: মিজানুর রহমান মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, জেলা শ্রমিক লীগের সভাপতি মো: হামিমুর রহমান, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, সাবেক মেয়র ও লোহাগড়া উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি মো: আশরাফুল আলম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: তরিকুল ইসলাম উজ্জল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বনীল শিকদার নীল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মাসুদুজ্জামান, এম, এম রাশেদ হাসান ও জাতীয় শ্রমিক লীগ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: রুবেল শেখসহ প্রমূখ।
বিশেষ বর্ধিত সভায় বক্তারা বলেন, ” দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাশরাফী বিন মুর্তজাকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে”।