জাহাঙ্গীর আলম, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জের থানাপাড়া এলাকার ছোবহান ট্রেডার্স নামের কীটনাশকের দোকানে চুরির ঘটনায় তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে।
২৩ ডিসেম্বর (শুক্রবার) রাতে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় চুরি হওয়া বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার থানাপাড়া এলাকার আবু সামার ছেলে জমসেদ নাসের খান, আবু তালেবের ছেলে জাহিদ হাসান শোভন ও বারবাজার এলাকার আব্দুর রহিমের ছেলে আনারুল ইসলাম।
২৩ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে ওসি জানান, গত ৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছোবহান ট্রেডার্সের মালিক ছাইফুস ছোবহান মেয়ের বিবাহ সংক্রান্ত বিষয়ে ঢাকায় ছিলেন। এই সময়ের মধ্যে চোরেরা প্রতিষ্ঠানের পেছনের গেটের তালা ভেঙে দোকানে থাকা ১৩৭টি কীটনাশক স্প্রে মেশিন ও বিপুল পরিমাণ কীটনাশকসহ মোট ১০ লাখ ২৩ হাজার ৬৭০ টাকার মালামাল চুরি করে।
ওসি আরও জানান, এ ঘটনায় শুক্রবার রাতে একটি অভিযোগ দায়ের করেন ওই দোকান মালিক ছাইফুস সোবহান। এরপর পুলিশ অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে ও ৮ লাখ ১৩ হাজার ৮০০ টাকার মালামাল উদ্ধার করে। তাদের নামে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়।