নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুর্বৃত্তের আগুনে গো-খাদ্য পুড়ে ছাই হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের সিংগার পাড়া গ্রামে।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ ফায়ার সার্ভিসের সাব – অফিসার মোঃ রেজাউল করিম।
গতকাল রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ইউনিয়নের সিংগার পাড়া গ্রামের কৃষক মো.সুমন তালুকদারে তিনটি ক্ষরের পালায় দুর্বৃত্তরা আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় লক্ষাধিক টাকার গো-খাদ্য পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. সুমন তালুকদার জানান, পূর্বের শত্রুতার জের ধরে আমার এ সর্বনাশ করেছে দুর্বত্তরা।