মিজানুর রহমান
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের অভিযানে দুটি মোটরসাইকেল সহ চোর চক্রের ৫ সদস্য কে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ আমিনুর এর দিকনির্দেশনায় এসআই লিটন শরীফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ২৭ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক করেন।
আটককৃত চোর চক্রের সদস্যরা হলেন ১। হাসিব খান(২১) পিং- আয়ুব খান সাং বালিয়া গট্রি থানা- সালথা ২। রবিউল শিকদার (২৫)পিং- তৈয়াব আলী সাং- মাদ্রাসা গট্রি থানা- সালথা ৩।সাগর খান(১৯)পিং- আলমগীর খান সাং- বালিয়া থানা- সালথা ৪।কিবরিয়া হোসেন (৪০) পিং- বিল্লাল হোসেন সাং- বাশোয়ারকান্দী থানা- সালথা ৫। সোহাগ শেখ (১৮)পিং- বারেক শেখ সাং- গাংতালমা থানা নগরকান্দা। থানা অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুরাইকৃত দুটি মোটরসাইকেল সহ চোর চক্রের ৫ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত মোটরসাইকেলের মালিকদয়দের সন্ধান পাওয়া যায়নি।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।