ঢাকাFriday , 29 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সাঁথিয়ায় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর সংঘর্ষে আহত-৩০

    দেশ চ্যানেল
    December 29, 2023 3:57 pm
    Link Copied!

    সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮, পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনে সাঁথিয়ায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ এর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছে। আহতদের, পাবনা, সাঁথিয়া ও বেড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

    জানা গেছে, শুক্রবার বিকেলে সাঁথিয়া বোয়াইলমারী বাজারে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ এর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ট্রাক প্রতীকের পক্ষে একটি মিছিল বের হয়। মিছিলটি থানার সামনে পৌঁছালে মিছিলটিতে নৌকা প্রতীকের সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাঁথিয়া পৌর সভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক। অপর দিকে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীর অধ্যাপক আবু সাইয়িদ এর ট্রাক প্রতীকের পক্ষে মিছিলকারীরা থানার সামনে উপজেলা আ’লীগের কার্যালয়ে ঢুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও আ’লীগ প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর ছবিসহ চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় থেকে দলীয় কার্যালয়ের অফিস সহায়ক এনামুল হক (৩৫) কে মারধর করা হয়।

    পৌর আ’লীগের সভাপতি ও সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু সাংবাদিকদের জানান, উপজেলা আ’লীগ কার্যালয়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্য বেড়া উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট আশিফ শামস রঞ্জনের নির্বাচনী কর্মীসভায় যোগদানের জন্যে করমজা থেকে নৌকা প্রতীকের পক্ষে মোটরসাইকেল যোগে আসার পথে বোয়াইলমারী বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ৪টি মোটরসাইকেল ভাংচুর ও নৌকার সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।এ ঘটনার প্রতিবাদে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

    উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলপনা ইয়াসমিন ও সহাকারী কমিশনার (ভূমি) রিফাতুল হক ও থানা পুলিশ আ’লীগ কার্যালয় পরিদর্শন করেন।

    উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলপনা ইয়াসমিন বলেন, আজকের ঘটনাটি অনাকাঙ্খিত। তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সমপন্ন করতে নির্বাচনে অংশগ্রহনকারী সকল প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানান। এর ব্যতয় ঘটলে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মিছিল বের হলে কে বা কারা মিছিলে ইট ছুরে । এ সময় মিছিল কারীরা আ’লীগ দলীয় কার্যালয় ভাঙচুর এবং বোয়াইলমারী বাজারে নৌকার সমর্থকদের ওপর হামলা হয়েছে বলে তিনি শুনেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST