মোঃআমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সেচ্ছাসেবীমূলক সংগঠন প্রাক্তন বন্ধন ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি ) দুপুরে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কেক কেটে ও শতাধিক শীতার্ত দরিদ্র মানুষকে শীত বস্ত্র বিতরণ করে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় সংগঠনটির উপদেষ্টা ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনাম মোঃ আখতাবুর রহমান হেলালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক শাহ মোঃ জাকির হোসেন, সোহেলী মুন্নীরা,সেজুতি সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির উপদেষ্টা মোছাঃ ফেরদৌস আরা বেগম বলেন, আমাদের সংগঠন পরিচালিত হয় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা। আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। এ ধারাবাহিকতায় আমরা কাজ করছি। আগামীতেও এ কার্যক্রম অব্যহত থাকবে।