জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, আমি যুদ্ধ করতে এসেছি এই জনপদের মানুষের কল্যানের জন্য, আরাম করতে নয়। আর একটি মাশরাফি আসবেনা অনিয়মের বিরুদ্বে কথা বলতে। আপনারা যদি ভুল করেন তাহলে নতুন প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। এতটুকু কথা দিচ্ছি আপনাদের।,আল্লাহ যদি আমাকে বাচিয়ে রাখেন তাহলে সকল অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাদের পাশে থেকে সেবা করবো ।
বুধবার (৩জানুয়ারী) বিকালে উপজেলার আর এল পাশা সরকারি প্রাইমারী স্কুল মাঠে যুবমহিলা লীগের সহ-সভাপতি রোজিয়া সুলতানা চামেলির আয়োজনে এক পথসভায় ম্যাশ বলেন, আমি কি পারতাম না বউ বাচ্চা, বাবা মা স্বজনদের নিয়ে আনন্দে ঘুরে বেড়াতে দেশ বিদেশে। আগে যেটা করেছি। আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছেন আপনাদের জন্য কিছু করার।আমি আপনাদের ভালবাসায় মাঠে নেমেছি।এই জনপদের মানুষের জন্য নেমেছি। এসেছি মানব কল্যানের জন্য তাই আপনারা নৌকা প্রতীকে আমাকে একটি ভোট দিবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা যুবলীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ও লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের সভাপতি রোজিয়া সুলতানা চামেলি সাবেক পৌর মেয়র আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না,যুবলীগ নেতাএস এম ডলার, সিকদার জিয়াউর রহমান, আবুল কাসেম, আব্দুল আলীম প্রমুখ। পথসভা সঞ্চালনায় ছিলেন জেলা যুবলীগের সদস্য শেখ সদর উদ্দিন শামীম। এসময় হাজার, হাজার নারী পুরুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় স্কুল মাঠ।
পরে মাশরাফি বিন মোর্ত্তজা উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নির্বাচনি পথসভার উদ্দেশ্য রওনা করেন। এসময় মাশরাফিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তীব্র শীতের কারণে লেগেছে ঠান্ডা, পথসভাগুলোতে টানা বক্তব্য দিতে দিতে বসে গেছে গলা। ভালো করে কথাও বলতে পারছেন না তিনি। তবুও থেমে নেই তিনি। নৌকা প্রতীক নিয়ে ছুটে চলছেন ফাষ্ট বলের গতিতে প্রতিটি মানুষের কাছে। এ ছুটে চলা একটি ভোটের জন্য ।