জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ও সাতব্রীজ এলাকায় নির্বাচনী সমাবেশ করেছেন । তিনি ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। এছাড়া নির্বাচনী প্রচারণার সময় পথে পথে তাকে সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অনেকে তাঁকে কাছে পেয়ে অনেক আবেগাপ্লুত হয়ে পড়েন। ৭ই জানুয়ারীর নির্বাচনে অন্যান্য সকল প্রার্থীদের চেয়ে সাধারণ মানুষের নজরে সবার উপরে রয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী মহুল। সম্বর্ধনার জবাবে ঈগল প্রতিকের প্রার্থী মহুল বলেন, আপনাদের ভালোবাসায় আজ আমি সিক্ত ও ধন্য হয়েছি। আমি যতটুকু চেয়েছি তার চেয়ে অনেক বেশি আপনাদের কাছ থেকে ভালবাসা পেয়েছি। আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের উন্নয়ন দিয়ে ভরিয়ে দেব। তিনি বলেন, এই জেলায় রেল লাইন নাই। মেডিকেল কলেজ নাই। আমি রেললাইন করবো এবং মেডিকেল কলেজ স্থাপন করবো। তিনি বলেন সরকারী ভাবে মেডিকেল কলেজ না করতে পারলেও বেসরকারী ভাবে প্রতিষ্ঠা করা হবে। তিনি আরও বলেন আপনারা নিজেরা ভোট দিতে ভোটকেন্দ্রে যাবেন এবং অন্যান্য ভোটারদের নিয়ে যাবেন। নির্ভয়ে নিশ্চিন্তে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন। নির্বাচনী গনসংযোগকালে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা আওয়ামীলীগের সভাপতি মশিয়ূর রহমান জোয়ার্দার, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রানা হামিদ, সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা ও আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান প্রমুখ।