জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারের
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লক্ষ্যে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ৫ই জানুয়ারী (শুক্রবার) দুপুরে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে উপজেলা ছাত্রদল।
উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুজ্জামান খান মুকুল এর নেতৃত্বে হরতাল উপলক্ষে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সদস্য সচিব মাহফুজুল রহমান মামুন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা হুমায়ুন কবির হিরা, পৌর ছাত্রদল নেতা ফজলে রাব্বি, উপজেলা ছাত্রদলের নেতা কর্মী, পৌর ছাত্রদলের নেতা কর্মী, কোটচাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতা কর্মী।নেতারা বলেন ফ্যসিষ্ট সরকারের অধিনে ৭ই জানুয়ারী নির্বাচন বর্জন করুন। আপনারা ভোট দিতে কেউ কেন্দ্রে যাবেন না এবং অন্য কে যেতে দিবেন না। এমনকি আপনারা ভোটের দ্বায়িত্ব পালন করবেন না। আওয়ামীলীগ সরকারের ফ্যাসিবাদি শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান নেতারা। আওয়ামীলীগ সরকার আমাদের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছে। নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছে। আওয়ামী লীগের পাতানো নির্বাচনে সরকার গঠন করে আবারও জনগণের অধিকার হরন করবে। নেতারা সরকারের পদত্যাগ দাবি করেন এবং নির্বাচনের তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবি জানান।