এম আর সজিব সুনামগঞ্জ প্রতিনিধি:
নির্বাচন বর্জনের দাবীতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও একটি পিকআপ ভ্যানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের নির্দেশনায় সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় হরতালের সমর্থনে জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের কওে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।
এদিকে দুপুরের তাহিরপুর উপজেলা বিএনপি,যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মীরা তাহিরপুর ও জামালগঞ্জ সড়কের চিকসা এলাকায় একটি পিকআপ ভ্যান যাওয়ার পথে গাড়িটি আটকিয়ে ব্যাপক ভাংচুর চালায় এবং নির্বাচন বর্জনের পাশাপাশি হরতাল সফল করতে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালিয়ে যায়।