জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সর্ব প্রথম মুল্যবান ভোট প্রদান করেন সাবেক এস এস এফের প্রধান মেজর জেনারেল শেখ আমান হাসান (অবঃ)।
আজ রবিবার ৭ জানুয়ারি সকাল ৮ টায় দ্বাদশ সংসদ নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়। এসময় জেনারেল নির্বাচন কমিশনের নীতি মেনে সাধারণের মত লাইনে দাড়িয়ে ভোট কেন্দ্র প্রবেশ করে তিনি ব্যালট গ্রহন করে ভোট প্রদান করেন বলেন এখানে উপস্থিত সকলে নির্বাচন কমিশনের নিয়ম নীতি মেনে শান্তি পূর্ণ পরিবেশ নিজে মূল্যবান ভোট দিয়েছি। আমি আশাকরি উপস্থিত সকলে তাদের ইচ্ছা ভোট প্রদান করছেন। সেই সাথে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মতিয়ার রহমান ২ য় ভোট টি প্রদান করে তিনি বলেন আমি নৌকা প্রতিকে মাশরাফি বিন মর্তুজাকে ভোট দিয়েছি। আমি আশাকরি আমার ইউনিয়ন নৌকা মার্কা বিপুল ভোটে জয় লাভ করবে এবং সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবে।এসময় উপস্থিত এক নতুন ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বীথি রানী জীবনের প্রথম ভোট টি তার প্রিয় মানুষ ম্যাশকে দিতে পেরে নিজেকে ধন্য মনে করেন এবং ম্যাশের বিজয় হবে তার প্রত্যাশা। ওই কেন্দ্রে সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানান এলাকাবাসী।