ঢাকাSunday , 7 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বিপুল ভোটে জয় লাভ করে কুজেন্দ্র লাল ত্রিপুরা

দেশ চ্যানেল
January 7, 2024 5:22 pm
Link Copied!

মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বিপুল ভোটে তৃতীয়বারের মতো জয় লাভ করে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা।

৯টি উপজেলায় ১৯৬টি কেন্দ্রের ফলাফলে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২ লাখ ২০ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থীর মিথিলা রোয়াজা পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট।সোনালী আঁশ প্রতীকের প্রার্থী উশ্যেপ্রু মারমা পেয়েছেন ৯ হাজার ৫২৬ ভোট আর ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মোঃ মোস্তফা আল ইহযাজ পেয়েছেন ৮ হাজার ৫৫৬ ভোট,মোট ভোট পড়েছে ৪৯.৯৮ শতাংশ।

বিকাল ৫টার পর থেকে একে একে প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল আসতে শুরু করে। প্রতিটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরার প্রাপ্ত ভোট অন্যান্য প্রার্থীর চেয়ে অনেক বেশি পেয়েছেন।

জেলার রিটার্নিং কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান,আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজর দারির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

খাগড়াছড়ি ৯টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন। তার মধ্যে ২ লাখ ৫৩ হাজার ৩৭৩ জন নারী ও ২ লাখ ৬২ হাজার ৪৪ জন পুরুষ ভোটার ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে বলে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST