ঢাকাMonday , 8 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে নবনির্বাচিত সংসদ সালাহউদ্দিন মিয়াজিকে গণসংবর্ধনা

দেশ চ্যানেল
January 8, 2024 2:31 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ প্রতিনিধিঃ

কোটচাঁদপুরে নেতা কর্মীদের গণসংবর্ধনায় সিন্ধ হলেন ঝিনাইদহ-৩ আসনের আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব (অবঃ) মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজি। সোমবার (৮ জানুয়ারি) বিকালে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলিও কার্যালয়ে হাজারো নেতা কর্মীর উপস্থিতে ফুল দিয়ে বরণ করে নেন নৌকার নতুন মাঝি কে। সে সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে আমাকে পাঠিয়েছিলো। নতুন মুখ তারপর ও বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে এই আসনটি তাকে উপহার দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এখন যেমন আপনাদের পাশে আছি আগামী দিনেও শুঁখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত জাতীয় সাংসদ সদস্য (অবঃ) মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা কায়দার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির লতা, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম খোকন, বলুহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, কুশন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি এনায়েত উল্লাহ সৈকত, পৌর যুবলীগের, সভাপতি মেহেদী হাসান বুলবুল, সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান, সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি শেখ শাহিন, কুশান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও শ্রমিক লীগ নেতা বিএম নাছির উদ্দীন প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ, শ্রমিক লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST