মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে দুই নারীসহ ৩ মাদক কারবারির কাছ থেকে ৫ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।র্যাবের দাবী- গ্রেফতারকৃত তিনজনই মাদককারবারী।মঙ্গলবার বিকালে উপজেলার মোগড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং শংকচাইল এলাকার ইউসুফের স্ত্রী কুসুম ওরফে কুলসুম(৩০),বরিশালের পটুয়াখালীর আঠারো গাছিয়ার দুলালের স্ত্রী নাসিমা(২৬) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদলের সোনা মিয়ার ছেলে ইউসুফ(৫৩)।বুধবার(১০ জানুয়ারি)এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন-র্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া।আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক মামলা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।