মিলন হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধি-
বগুড়ার শাজাহানপুর উপজেলায় এসিল্যান্ডের স্বাক্ষর নকল করে জাল নামজারি খতিয়ান এবং জাল ডিসিআর তৈরির অপরাধে মোঃ জাকিউল আলম লিমন (৪০) নামের একজন ব্যক্তি আটক।
জানা গেছে, বগুড়া শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি হাটের মণ্ডল মার্কেটে লিমন ফটোকপি এন্ড কম্পিউটার নামের একটি দোকান পরিচালনা করতেন তিনি। লিমন কম্পিউটারে এডিট করে জাল নামজারি খতিয়ান, জাল ডিসিআর সৃজনপূর্বক প্রতারণা মূলক ভাবে ভূমি জালিয়াতির কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।
ভুক্তভোগী জনাব মোঃ আব্দুল বাছেদ জানান, লিমন নামজারি করে দেওয়ার জন্য তার নিকট হতে ৯,০০০/- টাকা নেন এবং তাকে জাল নামজারি খতিয়ান ও জাল ডিসিআর প্রদান করেন।
লিমন এর ভূমি জালিয়াতির ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে আরেকজন ভুক্তভোগী শারমিন আক্তার জানান, ”লিমন তার কাছ থেকে নামজারি করে দিবে সেজন্য ২১,০০০/- টাকা নিয়েছে।
লিমন ফটোকপি এন্ড কম্পিউটার এর মালিক জনাব মোঃ জাকিউল আলম লিমন তার কৃত অপরাধ উপস্থিত সকলের সামনে বিনা প্ররোচনায় স্বীকার করেন।
তার এই অপরাধ “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” এর সংশ্লিষ্ট ধারায় বিচার্য।
বর্ণিত ব্যক্তির নিকট হতে একটি মনিটর, একটি সিপিইউ, একটি ফটোকপি মেশিন ও একটি মোবাইল ফোন রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হয়েছে।
এবং বর্তমানে থানা পুলিশের জিম্মায় রয়েছে।