মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট গ্রামের মোঃ জাহাঙ্গীর শেখের ছেলে শামিম শেখ (১৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মাদ্রাসা ঘাটের কাছে রাজপাট এলাকায় মহাসড়কের পাশ থেকে মাদক কারবারি শামিম শেখকে ১০ পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ এস.এম. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযান চলছে এবং চলবে। কোন মাদক সেবনকারী ও কারবারি রেহাই পাবে না।