( নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে একরাতে ৫ টি বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এসব বাড়ি থেকে চোরের দল নগদ টাকা, স্বর্ণসহ আনুমানিক ৬ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে , গত শুক্রবার ( ১১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলা লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের কাজী জসিম উদ্দিনের বাড়িতে অজ্ঞাত চোরের দল হানা দিয়ে কৌশলে বাড়ির গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে ১ ভরি স্বর্ণ, সেলাই ম্যাসিন ও বিদেশি কম্বলসহ প্রায় এক লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এরপর চোরের দল একই গ্রামের আব্বাস কাজীর বাড়িতে প্রবেশ করে নগদ ১১ হাজার টাকা, দামী শাড়ি, স্বর্ণসহ কমপক্ষে ৬০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। কুবাদ লস্করের বাড়ি থেকে চোরেরা ৭টি স্বর্ণের আংটি, ১টি চেইন, ১ জোড়া কানের দুল এবং নগদ ৭ হাজার ৫শ’ টাকা চুরি করে নিয়ে গেছে। এরপর চোরের দল মফি গাজীর বাড়ি থেকে ২৭টি কবুতর ও ২৭টি মুরগী এবং লুৎফর শেখের বাড়ি থেকে মূল্যবান শাড়ি-কাপড় চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় এলাবাসী চোর আতংকে ভুগছেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার লক্ষ্মীপাশা ইউনিয়নের বিট অফিসার এসআই মো: হাসিবুর রহমান বলেন, ‘ বয়রা গ্রামে একরাতে ৫ বাড়িতে চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।