মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব মেলার শুভউদ্বোধন করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে মেলার উদ্ধোধন করেন সোনারগাঁয়ের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত।ফাউন্ডেশনের উদ্যোগে ক্রেস প্রদানের মধ্যদিয়ে অতিথিদের সম্মাননা জানানো হয়।দেশীয় সংস্কৃতির পুনরুজীবনেরলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো মাসব্যাপী লোক কারু শিল্প মেলা ও লোকজ উৎসবে কর্মরত কারুশিল্পী প্রদর্শনী,লোক জীবন প্রদর্শনী,পুতুল নাচ,বায়োস্কোপ,নাগরদোলা,গ্রামীণ খেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীদের তৈরি বাহারি পণ্য সামগ্রী এবং উদ্যোক্তাগণের কারু পণ্য প্রদর্শনের ব্যবস্থা রয়েছে।এবার মেলায় সাধারন স্টল ও কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর ৩২ টি স্টলসহ সর্বমোট স্টল এর সংখ্যা ১০০ টি।এতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬৪ জন কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।এবার মেলায় মৌলভীবাজার ও ঝালকাঠির শীতলপাটি,মাগুরার শোলা শিল্প,রাজশাহীর শখের হারি ও মাটির পুতুল,রংপুরের শতরঞ্জি,সোনারগাঁও-টাংগাইল ও ঠাকুর গায়ের বাঁশবেতের কারুশিল্প ও ঐতিহ্যবাহী জামদানি এবং কাঠের চিত্রিত হাতি,ঘোড়া, পুতুল,বন্দরের রিকশা পেইটিং,কুমিল্লার তামা কাঁসা পিতলের কারুশিল্প,খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর কারু শিল্প,কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল,বগুড়ার লোকজ খেলনা ও কুমিল্লার লোকজ বাদ্যযন্ত্রের শিল্পী সহ মোট ১৭ জেলার কারুশিল্পীগণ মেলায় অংশ নিবেন।প্রতি বছরের ন্যায় এবারো মেলায় বিশেষ কর্মসূচি হিসেবে কারুশিল্প উদ্যোক্তাদের জন্যে ১৫ টি স্টল প্রদান করা হয়েছে।মাসব্যাপী লোকজ উৎসব মেলায় প্রতিদিনের সন্ধ্যাকালীন অনুষ্ঠানমালায় লোকজ মঞ্চে পালাক্রমে বাউল গান,পালা গান,ভাওয়াইয়া ভাটিয়ালি গান,জাড়ি সারি গান,হাসন রাজার গান,শাহ্ আব্দুল করিমের গান,লালন সংগীত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান,লোকজ নৃত্যনাট্য,গ্রামীন খেলা,লাঠি খেলা,ঘুড়ি উড়ানো,চর্জাগান,লোক গল্প বলা ইত্যাদি অনুষ্ঠান পরিবেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে মেলার সমাপনী দিনে কর্মরত কারু শিল্পীদেরকে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হবে।লোকজ উৎসব মেলায় উদ্ধোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইমরুল চৌধুরী,লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) কাজী নুরুল ইসলাম,ঢাকা রিজিয়ন ট্যুরিস্ট পুলিশ সুপার মো: নাইমুল হক, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুন্নবী,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ ইব্রাহীম,নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(খ-সার্কেল)শেখ বিল্লাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল,সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সোহেল রানা,উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান,উপজেলা মহিলা লীগের সভাপতি এডভোকেট নুরজাহান,সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও সাধারণ সম্পাদক আলী হায়দার,শম্ভূপুরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদির জয়,শম্ভূপুরা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোস্তফা মেম্বার ও কবির হোসেন,উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি রাশেদ ও সহ-সম্পাদক মোঃরিপন রেজা,বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর,পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী তৈয়বুর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানা ওসি(তদন্ত)মোঃমহসিন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত)একেএম আজাদ সরকার প্রমূখ।