মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জে উপজেলায় ৪০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
গতকাল (১৮ জানুয়ারি) মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইয়াছিনুল হকের দিক নির্দেশনায় মেহেন্দিগঞ্জ থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে।
আটককৃত আসামীরা হলেন, মোঃ সিদ্দিকুর রহমান (৩৩) পিতা- মৃত লোকমান হাওলাদার, গ্রামঃ কালিকাপুর,থানাঃ মেহেন্দিগঞ্জ। মোঃ আলী হোসেন (২৪) পিতা মোঃ জালাল হাওলাদার, গ্রামঃ কালিকাপুর, থানাঃ মেহেন্দিগঞ্জ। এদিকে আসামী ছিদ্দিকুর রহমানকে ৩০ পিচ ইয়াবাসহ তার নিজ বসতবাড়ি থেকে এবং অপর আসামী মোহাম্মদ আলী হোসেনকে পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের ফটকের সামনে থেকে ১০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
এদিকে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে থাকবে। আইন শৃঙ্খলা রক্ষায় মেহেন্দিগঞ্জ থানা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।