মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন বৃদ্ধ বাবা, মা।
গতকাল(১৯ জানুয়ারি) শুক্রবার বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের উত্তর চর গ্রামের বাসিন্দা মোঃ মকবুল আহমেদ সিকদার ও তার স্ত্রী মনোয়ারা বেগম তার নিজ বাড়িতে নির্যাতন করেন ছেলে মোঃ শহিদুল ইসলাম সিকদার। সরেজমিনে দেখা যায়, আহতদের শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
এদিকে নির্যাতনের স্বীকার বাবা মা বলেন, প্রায়ই তার ছেলে শহিদুল ইসলাম তাদেরকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালাতো। তারা তার উপযুক্ত বিচারের দাবী জানিয়ে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইয়াছিনুল হক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি এবং আহত বাবা মায়ের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।