মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নে দুর্বৃত্তের দেওয়া আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯জানুয়ারি) গভীর রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন নয়াখালী বাজারে দুর্বৃত্তের দেওয়া আগুনে আনোয়ার হোসেনের মাইক সার্ভিসিং ও ডেকোরেটর ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে স্থানীয় লোকজন জানান, তারা ভোরবেলা নামাজ পড়তে এসে আগুনের ধোঁয়া দেখতে পান। এক পর্যায়ে তারা ডাকচিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, ধারদেনা করে তিনি ব্যবসা প্রতিষ্ঠানটি ধার করিয়েছেন। দীর্ঘ সময়ে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বেশ জমিয়েছেন। এতে ঈর্ষান্বিত হয়ে কিছু দুষ্কৃতকারী এ ঘটনা ঘটিয়েছেন। এতে তার প্রায় দুই লাখ টাকার মতে ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।তিনি দুষ্কৃতকারীদের খুজে বের করে উপযুক্ত বিচারের দাবী জানিয়েছেন।
এদিকে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক বলেন, আমরা বিষয়টি জেনেছি। ঘটনাস্থল তদন্ত করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।