ঢাকাSunday , 21 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • গাছ কাটাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম

    দেশ চ্যানেল
    January 21, 2024 1:55 pm
    Link Copied!

    মোঃ নাঈম ঈমন ঝালকাঠি প্রতিনিধিঃ

    ঝালকাঠির নলছিটিতে গাছ কাটাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই বাড়ির প্রতিবেশীদের বিরুদ্ধে।

    রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। আহত জহিরুল ইসলাম (৬০) ও তার স্ত্রী মিনারা বেগম (৫০) ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।

     

    আহতদের ছেলে হিরোন বলেন, সকালে উজ্জ্বল, আফজাল, কাশেম, মোস্তফা, বানেছা আমাদের জমির গাছ কাটতে ছিলো, আমার বাবা তাদের বাধা দিলে একপর্যায়ে তারা লাঠি দিয়ে আমার বাবাকে  পিটানো শুরু করে। পরবর্তীতে আমার মা তাকে রক্ষা করতে গেলে মাকে হত্যা করার জন্য কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। আমার বাবার ঘাড়, পিঠ, মাথা ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে আমার মা ও বাবা ঝালকাঠি সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে।

     

    এ বিষয়ে নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে আমরা গেছিলাম তাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে এবং গাছকাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

     

    ওসি বলেন, মারামারির ঘটনা শোনার পরে পুলিশ ঘটনা স্থানে এবং হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST