মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি ‘রজনী গন্ধা’ উদ্ধারে ষষ্ঠ দিনে হামজা,রুস্তম ও প্রত্যয়ের সাথে যুক্ত হয়েছে আধুনিক জরিপকারী জাহাজ ঝিনাই ।
আজ সোমবার (২২শে জানুয়ারী) সকাল ১০ টার দিকে হামজা,রুস্তম, প্রত্যয় ও ঝিনাই মিলে উদ্ধার কাজ শুরু করেছে। বেলা ১২ টার দিকে আরোও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৫ টি ট্রাক উদ্ধার করা হলো। এছাড়া আরোও একটি ট্রাক সনাক্ত করা হয়েছে।তবে ফেরি ডুবির ঘটনায় নিখোঁজ হুমায়ন কবিরের সন্ধান মেলেনি এখনও।
বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক শাহ মো: খালেদ নেওয়াজ বলেন, সকাল ১০ টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। ৪ টি উদ্ধারকারী জাহাজ নিয়ে ফেরি ও যানবাহন উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারীরা।বিকালের দিকে ফেরিটি তুলে সোজা করা চেষ্টা করা হবে।
উল্লেখ্যযে,গত বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে পাটুরিয়ার ৫ নং ফেরি ঘাটের আধ-কিলোমিটার দুরে ৯ টি ট্রাক নিয়ে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।