মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মোহাম্মদীয়া আস সালাফিয়া নামের একটি মাদ্রাসা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।আহালে সুন্নাহ্ অনুসারী স্থানীয় ৭ টি গ্রামের(পঞ্চায়েত কমিটি)শতশত মানুষ ও বিভিন্ন মসজিদ,মাদ্রাসার ঈমাম এবং শিক্ষক সহ আশপাশের লোকজন মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।এলাকাবাসীর সূত্রে জানা যায়-অন্যের জমি জবর দখল করে তারা এই মাদ্রাসাটি স্থাপন করেন।চেলারচর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ মনির হোসেনের ক্রয়কৃত জমি,একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে নূরে আলম তার অনুসারীদেরকে নিয়ে জোর পূর্বক জমি দখলে নিয়ে,সেই জমিতে মাটি ভরাট করে মোহাম্মদীয়া আস সালাফিয়া নামের এই মাদ্রাসা নির্মাণ করেন।মাদ্রাসা নির্মাণ কালীন সময়ে জমির প্রকৃত মালিক মোঃ মনির হোসেন জীবন জীবিকার জন্যে প্রবাস সূদুর সৌদিআরবে থাকায়,তার বড় ভাই নূর মোহাম্মদ মাদ্রাসা নির্মানে বাধা প্রদান করেন।কিন্তু,সেই বাঁধার তোয়াক্কা না করে জোরপূর্বক ভাবে মাদ্রাসাটি নির্মাণ করেন।কিছুদিন পূর্বে জমির প্রকৃত মালিক প্রবাসী মনির হোসেন দেশে আসলে তার জমির উপর কেন অবকাঠামো নির্মাণ করা হলো জানতে চাইলে কোন উত্তর দিতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।জমির মালিক কোন উপায়ান্তর না দেখে,পরবর্তীতে ভুক্তভোগী মনির হোসেন তার জমি উদ্ধারে চেলারচর পঞ্চায়েত কমিটির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।বৃহস্পতিবার(২৫ শে জানুয়ারি)বিকালে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর বাজার এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করা হয়।এসময় বক্তারা বলেন-মোহাম্মদীয়া আস সালাফিয়া মাদ্রাসায় কোমলমতি শিশুদেরকে কোরআন,হাদিস ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক আকিদার সঠিক দিক নির্দেশনার বিরুদ্ধে অপব্যাখ্যা শেখানো হচ্ছে।তারা নবী রাসূলের নির্দেশ না মেনে,নবী রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের মিথ্যা তালিম দেয়। ইহুদীদের অর্থায়নে এই মাদ্রাসাটি পরিচালনা হয়ে আসছে বলে দাবি এলাকাবাসীর।তারা কোরআন ও হাদিসের আলোকে নয়,তারা মওদুদীর দর্শন ও আকিদা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে প্রলোভনের মাধ্যমে মাদ্রাসায় আসতে বাধ্য করছে।
অনতিবিলম্বে চেলারচর ও হোসেনপুর এলাকার সাধারণ মানুষদের মধ্যে বিভক্তি সৃষ্টিকারী ভয়ংকর আহলে হাদিস ফেতনার যাবতীয় কার্যক্রম বন্ধ করতে হবে।ইহুদীদের অর্থে পরিচালিত আহলে হাদিসের এই মাদ্রাসা এলাকাতে একটা আস্তানা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে।তারা সেই আস্তানায় শিশুদের আই ওয়াশের মাধ্যমে জঙ্গি উৎপাদনের কারখানা বানাচ্ছে।তারা মুসলমানদের ঈমান নষ্ট করার কাজে লিপ্ত রয়েছে।এইজন্যে সমাজবাসীরা তাদের আগেই নিষেধ করেছে,সেই বাধা নিষেধ অমান্য করে তারা তাদের মতো করে চলছে।এলাকাবাসী তাদের মানববন্ধনে চেলারচর এলাকা থেকে মোহাম্মদীয়া আস সালাফিয়া মাদ্রাসা বন্ধের দাবিতে প্রসাশনের দৃষ্টি কামনা করেন।যাতে অনতিবিলম্বে মাদ্রাসাটির সকল কার্যক্রম বন্ধ করা হয়।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-সোনারগাঁ উপজেলা আহালে সুন্নাত আল জামাতের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম,মাওলানা ইমন হোসেন বাহারী,মাওলানা খন্দকার আবু নোমান তাহেরী, হাফেজ আনিসুর রহমান,মাওলানা আশিকুর রহমান,মাওলানা আবুল হাসান,সোনারগাঁ উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি নিজাম উদ্দিন প্রধান,সোনারগাঁ উপজেলা আহালে সুন্নাত আল জামাতের সদস্য ও গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক হাজী মোঃমোক্তার হোসেন,মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ,চেলারচর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ।