মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত প্রথম নারী সংসদ সদস্য তাহমিনা বেগম’কে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মাতুব্বর, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফজলুল হক, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য লতিফ ঘরামী ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শিলা আজাদ।
আজ বৃহস্পতিবার পথসভার অংশ হিসেবে গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল বাজারে ভোটারদের সাথে সৌজন্যে সাক্ষাৎ কালে তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, ডাসার উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল,কালকিনি উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার,মহিলা আ.লীগ নেত্রী সম্পা সহ ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ।
তাহমিনা বেগম বলেন, আপনারা সকলেই আলোড়ন সৃষ্টি করে আমাকে প্রার্থী করে, না খেয়ে দিনরাত পরিশ্রম করে,নিজেদের পকেটের টাকা খরচ ভোট দিয়ে বিজয় করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাই।
আমার জন্য দোয়া করবেন, আমি যাহাতে আপনাদের সেবা করতে পারি।