ঢাকাSunday , 28 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

মানসিক ভারসাম্যহীন মফিজকে খুঁজে ফিরছে তার পরিবার

দেশ চ্যানেল
January 28, 2024 3:35 pm
Link Copied!

মো:সাদ্দাম হোসেন ইকবাল,
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন যুবক মফিজুর রহমান (৩০) কে খুঁজে ফিরছে তার পরিবার। সে ঐ গ্রামের সিরাজুল ইসলাম এর ৩ ছেলের মধ্যে সবার ছোট। গত ২৪ নভেম্বর সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায় মফিজ। এরপর আর ফিরে আসেনি। বৃদ্ধা মা এবং বোন সেই থেকে রাস্তায় রাস্তায় তাকে খুঁজে বেড়াচ্ছে।

মফিজের বোন মোমেনা জানান, তার ভাই কাঠমিস্ত্রীর কাজ করতো। কয়েক বছর আগে তার মাথায় লাঠির আঘাত লাগে। এরপর থেকে তার মাথায় সমস্যা দেখা দেয়। গরীব পরিবার তাকে যতটুকু সম্ভব চিকিৎসা করানোর চেষ্টা করছিলো। এর মাঝেই সে হারিয়ে গিয়েছে। তাকে না পেয়ে বৃদ্ধ পিতা মাতাও অসুস্থ হয়ে পড়ছেন। তিনি আরও বলেন, আমার পিতা আগে কাশিপুর বাজারে নৈশপ্রহরীর কাজ করতো। এখন অসুস্থ হয়ে বাড়িতেই পড়ে আছে। আমি জুটমিলে কাজ করি। সপ্তাহ শেষে যে বেতন পাই তাই দিয়ে ছুটির দিনে বিভিন্ন জায়গায় ভাইকে খুঁজে বেড়াচ্ছি। যদি কেউ তাকে দেখে থাকেন তবে ০১৭৪৫১৬৯৩১২ (হাফিজুর) বা ইমো নং ০১৩১২২৬২০৬৪ এ ফোন দেয়ার অনুরোধ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST