সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুর শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৮ কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলা সুত্রে জানা যায় ,পিডিবির কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী নিলামবিহীন পিডিবির ভিতরের ৬ টি গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ী সোহাগ মিয়ার কাছে বিক্রি করে । বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভেতর থেকে ৬টি গাছ ১লাখ ৭০হাজার টাকায় দিয়ে ক্রয় করা হয়। গাছগুলো কেটে বাহিরে নিয়ে আসার জন্য শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (পরিমাপ ও নিয়ন্ত্রণ) এর স্বাক্ষরিত একটি পত্র ও গেইট পাস দেওয়া হয় সোহাগ মিয়া কে।। ১৮ডিসেম্বর তিনি গাছগুলো কেটে বাহিরে নেওয়ার সময় গেইটম্যান গাড়িসহ গাছগুলো আটক করেন। এবং কয়েকজনের সহযোগিতায় তিনি বন বিভাগে খবর দেন। তৎক্ষনাৎ বিট কর্মকর্তা হুমায়ুন কবীর গাড়িসহ গাছগুলো জব্দ করে নিয়া যান।সোহাগ মিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে যোগাযোগ করলে গাড়িসহ গাছগুলো ফেরত দিবেন বলে আশ্বস্থ করলেও পরবর্তীতে বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করে এক পর্যায়ে গাছগুলো বিক্রির কথা ও অস্বীকার করলে রোববার সোহাগ মিয়া বাদি হয়ে ৮ জনকে আসামী করে আদালতে মামলা করেন।
মামলার আসামীরা হলেন, শাহজীবাজার বিউবো এর ক্যাশিয়ার মোঃ রায়হান, নির্বাহী প্রকৌশলী এ.কে মফিজ উদ্দিন আহমেদ, সহকারি পরিচালক (নিরাপত্তা) মুনাব্বির হাসান, ইন্সপেক্টর পিডিবি ওমর ফারুক, ভারপ্রাপ্ত সুপার ভাইজার খলিল, নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুর রহমান, মতিন মিয়া ও ফতেহপুর গ্রামের স্থায়ী বাসিন্দা রেনু মিয়া।
শাহপুর বিট কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, অবৈধ ভাবে গাছগুলো বিক্রি হচ্ছিল খবর পেয়ে আমরা গাড়িসহ গাছগুলো জব্দ করেছি। বৈধ কাগজ পত্র দেখালে আমরা গাছ দিয়া দিব।
উল্লেখ্য ১৮ ডিসেম্বর পিডিবি’র ভিতর থেকে নিলাম ছাড়া অবৈধ উপায়ে ৬টি গাছ কেটে বিক্রি করলে তা আটক করে জব্দ করা হয়।