রাজু আহমাদ,শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরা শালিখায় আইডিয়াল কল্যান সংস্থার(আই কে এস) উদ্যোগে উপজেলার চার শতাধিক অসহায়, প্রতিবন্ধী ও হতদরিদ্রের নারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আইডিয়াল কল্যাণ সংস্থার সভাপতি অলোক বসুর সভাপতিত্বে ও ফিরোজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা খাতুন। এছাড়াও সংস্থাটির সহ: সভাপতি তাজমিনুর রহমান ,সাধারণ সম্পাদক আলম হোসেন, রাইসুল ইসলাম প্রিন্স, তাপস কুমার বসুসহ সংস্থাটির বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, আমাদের প্রত্যেকের উচিত নিজেরা ভালো থাকার পাশাপাশি সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষকে ভালো রাখার চেষ্টা করব। সর্বোপরি আইডিয়াল কল্যাণ সংস্থাকে ধন্যবাদ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।