সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুরে পত্রিকা এজেন্টের পত্রিকাবাহী সিএনজি ও টাকা ছিনতাইয়ের ঘটনার ১৭ দিন হলেও এখনও সিএনজিটি উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশ শায়েস্থাগঞ্জ থানা এলাকা থেকে শিপন মিয়া (৪৫) নামে সিএনজি ছিনতাই চক্রের এক সদস্যকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। মামলার বাদি মাধবপুর পত্রিকার এজেন্টে সুখলাল দেবনাথের ছেলে নারায়ন দেবনাথ জানান, গত ১২ জানুয়ারি শুক্রবার রাতে মাধবপুর থেকে শাহজিবাজার যাওয়ার পথে যাত্রীবেশি ৫ ছিনতাইকারী ঢাকা সিলেট মহাসড়কের রতনপুর এলাকায় তাকে গলাচেপে ধরে তার একটি সিএনজি চালিত অটোরিক্রা ২১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা তার হাত,পা ও মুখ বেধে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। ঘটনার পর মোবাইল ফোনে এক ব্যাক্তি সিএনজি ছাড়িয়ে আনতে টাকা দাবি করে। পরে পুলিশ শায়েস্থাগঞ্জ থানা এলাকা থেকে শিপন মিয়াকে গ্রেপ্তার করে । পরে তার দেওয়া তথ্য মতে হবিগঞ্জ শহরের পৈল এলাকা থেকে একটি চোরাই সিএনজি উদ্ধার করে। তবে এটি ছিনতাই হওয়া নারায়ন দেবনাথের সিএনজি নয়। মাধবপুর থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, গ্রেপ্তার শিপন মিয়ার কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। এর সুত্র ধরে নারায়ন দেবনাথের সিএনজিটি উদ্ধার করতে পুলিশ তৎপর রয়েছে।