মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলার ছাত্রলীগ দুই গ্রুপের কমিটি নিয়ে বিরুদ্ধের জেরে গত কিছু দিন আগে নবীগঞ্জ উপজেলা ছাত্র লীগের আহব্বায়ক জাহেদুল ইসলাম রুবেলের উপর সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত আবস্থায় সিলেট এম,এ,জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আই,সি,ইউ, তে ভর্তি হয়েছে। পরে জাহেদুল ইসলাম রুবেলের বাবা বাদী হয়ে এ ঘটনার প্রধান আসামী নাজিম সহ মোট ১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপে বিভক্তি দেখা দেয় ছাত্রলীগের মধ্যে। এক গ্রুপের নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা নাজিমুদ্দৌলা চৌধুরী। অপর গ্রুপে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম রুবেল। মিছিল পাল্টা মিছিল, হামলা পাল্টা হামলার ঘটনায় দীর্ঘদিন ধরে শহর ছিল উত্তোপ্ত। একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সর্বশেষ ১৮ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ গোল্ডেন প্লাজার পিছনে একটি চা স্টলে বসা অবস্থায় জাহেদুল ইসলাম রুবেলের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় নাজিমুদ্দৌলা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা। এতে রুবেল গুরুতর আহত হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়। মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত অবস্থায় সিলেট উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। বর্তমানে আহত রুবেলকে ঢাকা একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। বেচেঁ থাকলেও পঙ্গুত্ব বরণ করতে পারে রুবেল। এ ঘটনায় রুবেলের পিতা বাদী হয়ে নবীগঞ্জ থানায় নাজিমুদ্দৌলা চৌধুরীকে প্রধান আসামী করে ১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামী নাজিমুদ্দৌলা চৌধুরীকে ঘটনার ১০ দিনের মাথায় হবিগঞ্জ শহরের পাসপোর্ট অফিসের আশপাশ থেকে গ্রেফতার করে পুলিশ। এদিকে আহত ছাত্রলীগ নেতা রুবেলকে বাচাঁতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ছাত্রলীগ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (২৮ জানুয়ারী) রবিবার বিকেলে জাহেদুল ইসলাম রুবেলের উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামী নবীগঞ্জ উপজেলার জয়নগর গ্রামের সামিজুর রহমান চৌধুরীর পুত্র উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির একাংশের আহ্বায়ক। নাজিম উদ্দৌলা চৌধুরী (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় নবীগঞ্জ থানার একদল পুলিশ হবিগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রধান আসামী নাজিমুদ্দৌলা নাজিম চৌধুরীকে গ্রেফতার করে। পরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।