মো রবিউল ইসলাম
“বিক্রমপুরস্ত কচাকাটা”বাসীর গেট টুগেদার ও সাহিত্য আসর।
শুক্রবার বেলা ৩ টায় আন নূর প্রি- কেডেট স্কুলের অডিটরিয়াম বালুচর মুন্সিগঞ্জে দুধ কুমার ফাউন্ডেশনের সৌজন্যে অনুষ্ঠিত হলো গেট টুগেদার ও সাহিত্য আসর।
মুন্সীগঞ্জে অবস্থিত সকল পেশাজীবী,ছাত্র , শিক্ষকদের নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জনাব এস এম আতাউর রহমান।
বিশিষ্ট সমাজ সেবক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুধকুমার ফাউন্ডেশন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশতাব হোসাইন, বিশিষ্ট কবি ও ছড়াকার ।
আরো অন্যান্যদের মত উপস্থিত ছিলেন জনাব এসএম রুহুল আমিন মাস্টার,
বিশিষ্ট সমাজ সেবক ও চেয়ারম্যান টেক্সউইর্জাড গার্মেন্টস ।
ইঞ্জিঃ মিলন মাহবুব,
মাহাবুবুর রহমান মাহবুব, জনাব ইঞ্জিঃ মোবাশ্বেরুল ইসলাম।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুর রউফ, প্রধান শিক্ষক:হালিমুন্নেছা প্রি-কেডেট স্কুল। কেরাত ,গজল, কবিতা আবৃত্তি, ছড়া ,গান, দেশের গান কৌতুকসহ বিভিন্ন আয়োজনে মধ্য দিয়ে পালিত হয় এই মিলন মেলা
।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কুড়িগ্রাম দারিদ্র্যপ্রবণ এলাকা হলেও এখানকার অসংখ্য লোক দেশের বিভিন্ন স্থানে উচ্চ পদে দায়িত্ব পালন করছেন।আপনারাও যারা এখানে শিক্ষা অর্জন করতে এসেছেন তারাও একদিন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।যারা শিক্ষকতা পেশার মত মহান পেশায় নিয়োজিত থেকে জাতিকে আলোকিত করছেন তারা আমাদের মাথার তাজ।তারা নিঃসন্দেহে একদিন আমাদের অঞ্চলের নাম উজ্জ্বল করবেন।সেই সাথে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলে পাঠ্য শিক্ষার পাশাপাশি ফ্রিল্যান্সিং করার প্রতি উৎসাহিত করেন। সঠিক শিক্ষা অর্জন করে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেয়ার দিকনির্দেশনা দেন।সর্বপূরী তিনি শেকড়কে যাতে কেউ ভুলে না যায় সেই আহ্বান করেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন আমরা যারা বাইরে এসে বিভিন্ন পেশায় নিয়োজিত আছি সবার একতার মধ্য দিয়ে এলাকার গৌরব অর্জন করতে হবে সেই সাথে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
রাতের নৈশ্যভোজের মাধ্যমে অনুষ্ঠান কর্মসূচি সমাপ্ত হয়।