মোঃ শিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাট সদরে১৮বোতল ফেন্সিডিল সহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গত শুক্রবার রাত ১০-৩০মিনিটে শহরের প্রপেসর পাড়া থেকে মোঃ আতিক হোসেন নামের এক মাদক ব্যবসায়িকে১৮ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামী মোঃ আতিক হোসেন (৩৫) পিতা মোঃনজরুল ইসলাম শান্তিনগর(ফুলতলি মোড়) পৌরসভার ৪নাম্বার ওর্য়াড।
গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে বাইসটি মাদকের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকের দিক-নির্দেশনায় জনাব মোঃ শাহেদ আল মামুন অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জয়পুরহাট এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন,পিপিএম এসআই (নিঃ) মোঃ শাখাওয়াত হোসেন, এএসআই(নিঃ) মোঃ মাহমুদ সিদ্দিকী, এএসআই(নিঃ) মোঃ জাহিদুল ইসলাম এবং সঙ্গীয় র্ফোস সহ শহরের প্রফেসরপাড়া থেকে আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জয়পুরহাট সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।